রোমে বসবাসরত সিলেট বিভাগের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালির কমিটি পূনর্গঠন করা হয়েছে। রাজধানী রোমে বাংলার তরপিনাতারা রসই রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় সিলেটের বৃহত্তর সিলেট যুব সংঘ ইতালির সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো. অলিউল ইসলাম, কমিশনার মাসুক আলী, মো. বদরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের সর্ব সাধারণের সম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। এতে কার্যকারী পরিষদের মধ্যে সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামিলুল আরিফ জামিল, কোষাধ্যক্ষ মোহাম্মেদ কাশেম এর নাম ঘোষণা করা হয়।
পরবর্তীতে আগামী এক মাসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটি আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নব নির্বাচিত সভাপতি অলি উদ্দিন শামীম ও সাধারন সম্পাদক সাব্বির আহমেদ বলেন, এই সংগঠনের যাত্রা ১৯৮৯ সালে। সর্ব প্রথম ইতালি সরকার কতৃক রেজিস্ট্রিকৃত সংগঠন (৪০৮০) । সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিতে পারবো।
উল্লেখ্য: বিগত কমিটির সাধারণ সম্পাদক এডঃ আহমেদ ফারুক লিপু সুইডেনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেওয়ায় এবং সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে সভাপতি অলি উদ্দিন শামীম কমিটিকে পূর্ণ গঠন করার সিদ্ধান্ত নেন।
বিডি প্রতিদিন/ফারজানা