জাতিসংঘ সদর দফতরে শুক্রবার জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান (আন্ডার সেক্রেটারি জেনারেল) জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া (Jean-Pierre Lacroix) এবং অপারেশনাল সাপোর্ট বিভাগের প্রধান (আন্ডার সেক্রেটারি জেনারেল) অতুল খারের (Atul Khare) সাথে আলাদা আলাদা বৈঠক করেন বাংলাদেশ নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।
এর আগের দিন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাডভাইজর লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লয়টে (Carlos Humberto Loitey) বাংলাদেশ নৌ বাহিনী প্রধানের সাথে বৈঠক করেন।
বৈঠকসমূহে নৌবাহিনী প্রধান জাতিসংঘের নীল হেলমেটের অধীনে বিশ্ব শান্তিরক্ষায় ভূমিকা রাখার ক্ষেত্রে বাংলাদেশের শান্তিরক্ষীদের নিবেদিত দায়িত্ব পালন ও আত্মত্যাগের কথা উল্লেখ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌ বাহিনীর অংশগ্রহণ আরও বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বৈঠকগুলোতে। আলোচনায় প্রাধান্য পায় জাতিসংঘ সদর দফতর এবং ফিল্ড মিশনসমূহে উচ্চ পর্যায়ের পদসমূহে বাংলাদেশ নৌ বাহিনীর কর্মকর্তাদের পদায়ন, শান্তিরক্ষা মিশনসমূহে বাংলাদেশ নৌ বাহিনীর জনবল ও সরঞ্জামাদি বৃদ্ধির বিষয়গুলো।
জাতিসংঘের কর্মকর্তাগণ বাংলাদেশ নৌ বাহিনী থেকে পদায়নকৃত শান্তিরক্ষীসহ বাংলাদেশের সকল শান্তিরক্ষীদের কর্তব্যপরায়নতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন। দক্ষ ও পেশাদার শান্তিরক্ষী পদায়ন, সর্বাধুনিক সরঞ্জামাদি সরবরাহ এবং বিভিন্ন মেগা ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি ও বাংলাদেশের নারী শান্তিরক্ষী বৃদ্ধির ব্যাপক প্রশংসাও করেন তারা। বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রতি জাতিসংঘের আস্থা ও বিশ্বাস স্থাপনের জন্য নৌবাহিনী প্রধান ধন্যবাদ জানান। জাতিসংঘের উচ্চপদস্থ এসকল কর্মকর্তাগণকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান নৌ বাহিনী প্রধান।
বৈঠকসমূহে নৌ বাহিনী প্রধানের সাথে ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ এবং নৌ সদরদপ্তরের পরিচালক (অপারেশন) কমডোর মাহমুদুল মালেক।
উল্লেখ্য, নৌ বাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌ বাহিনীর অংশগ্রহণ বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও বৈঠকে অংশ নিতে চার দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম