নিউইয়র্কে প্রতারক যাত্রীকে তাড়া করতে গিয়ে নিহত বাংলাদেশি মোহাম্মদ জাফরুল্লাহ (৬৫) এর দাফন সম্পন্ন হয়েছে। জ্যামাইকার বায়তুল জাফর মসজিদে অনুষ্ঠানের পর লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থনে তার মরদেহ দাফন করা হয়েছে।
ভাড়া না দেওয়া যাত্রীকে তাড়া করতে গিয়ে গত ১৪ জুলাই নিউইয়র্কের ব্রঙ্কসে একজন বাংলাদেশি ইয়েলো ক্যাবচালক নিজ গাড়ীর আঘাতে মৃত্যুবরণ করেন। রাত ১১টা ৪০ মিনিটে ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকার সেওয়ার্ড এভিনিউতে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত সেই যাত্রী ১৬ জুলাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আহভীর মেডিনা (১৬) নামের সেই যাত্রীর বিরুদ্ধে হত্যা ও চুরির অভিযোগ আনা হয়েছে।
মোহাম্মদ জাফরুল্লাহ নিউইয়র্কের ব্রুকলীনের বাসিন্দা। ৩০ বছর যাবৎ নিউইয়র্কে বসবাস করছিলেন। তিনি দুই সন্তানের জনক। তিনি ১৯৯৭ সাল থেকে ক্যাব চালিয়ে করে জীবিকা নির্বাহ করতেন বলে ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা