কাতারে বাংলাদেশি কর্মজীবিদের স্থানীয় ভাষার পাশাপাশি পিছিয়ে পড়া প্রবাসীদের ইংরেজি শিক্ষার দক্ষতা বৃদ্ধিতে এগিয়ে এল বাংলাদেশি প্রতিষ্ঠান সাফিনা আল-আরব ট্রেডিং কন্ট্রাক্টিং এন্ড সার্ভিস সেন্টার। প্রতিষ্ঠানটি দোহার অফিস প্রাঙ্গণে প্রথমবারের মত ফ্রী ইংলিশ স্পোকেন কোর্স আনুষ্ঠানিকভাবে চালু করেছে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মহসিন আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক। এসময় কোম্পানি পরিচিতি ও ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিব শিকদার, পরিচালক মোঃ মোতাহার হোসেন, সাংবাদিক শরীফুল ইসলামসহ অন্যান্যরা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক মোঃ মোতাহার হোসেন, টেলিকো সিকিউরিটি ইকুয়েপমেন্ট সার্বিসেস এ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ শেখ সাদ রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিন আলম, মহসিন আলী মামুন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ