সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লন্ডন সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। বিক্ষোভকালে দলের নেতারা বলেন, স্বৈরাচারী সরকার প্রায় দেড় বছর গণতন্ত্রের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে সম্পূর্ণ অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।
গত বুধবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচলনায় এই বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারাদেশে কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয়।
সমাবেশে আরো বক্তৃতা করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, লন্ডন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তারিকুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, মোহাম্মদ সাব্বির উল্লাহ, মো. শহীদ সরোয়ার, মোহাম্মদ মাহদী আমিন সামির, এম এ হাসনাত, মো. ওমর ফারুক, রাজু আহমেদ, মো. সাইফুল ইসলাম, ইমরান হোসাইন, জাকির হোসেন, সামিউজ্জামান সিদ্দিকী, মো. দেলোয়ার হোসাইন, মো. শাহানুর আলম, মাসউদুল হাসান, নাঈম ফরহাদ, মো. জুনেদুল ইসলাম, রুবেল আহমেদ, মিজানুর রহমান খন্দকার, আবদুস সামাদ, তানবীন আহমেদ ও রাজা মিয়া দোলন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক