বহুল কাঙ্ক্ষিত জার্মান আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এ উপলক্ষে সকল ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু এক বিবৃতিতে বলেন, “আসন্ন সম্মেলনে জার্মান আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জার্মান আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত হবে।”
জার্মান আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্সিলরদের মাধ্যমে সরাসরি ভোটের দ্বারা আগামী দিনের নেতৃত্ব সম্মেলন পরিচালনা কমিটি মাধ্যমে নির্বাচনের সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বসিরুল আলম চৌধুরী সাবু জানিয়েছেন।
কাউন্সিলর হিসাবে জার্মান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতিক উল্লাহসহ সাবেক ও বর্তমান নেতা ও কর্মীদের সবাইকে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন। দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল ফারুক খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের উপদেষ্টা শ্রী অনিল দাস গুপ্ত, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এছাড়া এ ত্রি-বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত থাকার কথা রয়েছ- ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও শীর্ষ পর্যায়ের নেতারা। জার্মান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা লড়বেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ