সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাদারীপুরের শিবচরের কামাল মোল্লা (৩৮) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার রাতে তার মৃত্যু হয়। এর আগে গত ২০ জুলাই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে সৌদি আরবের আব্দুল আজিজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।
নিহত কামাল মোল্লা মাদারীপুরের দত্তপাড়া ইউনিয়নের ঢুয়াটি গ্রামের মানিক মোল্লার ছেলে।
সৌদি আরব প্রবাসী সাংবাদিক এএইচ হেমায়েত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ঘনিষ্ঠদের বরাত দিয়ে তিনি জানান, গত ২০ জুন সন্ধ্যায় কাজ শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন কামাল। পরে তাকে রিয়াদের কিং আব্দুল আজিজ হাসপাতালে নেয়া হলে তাকে আইসিইউতে রাখা হয়। বুধবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ বর্তমানে রিয়াদ কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমাগারে রাখা আছে বলেও জানান তিনি।
নিহত কামাল মোল্লা গত দুই বছর আগে ভাগ্যের চাকা ঘুরাতে সৌদি আরবে যান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম