অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বাতে আগামী ৩ ও ১০ আগস্ট গ্র্যান্ড লাকেম্বা ঈদ বাজার অনুষ্ঠিত হবে। প্রবাসীদের মিলনকেন্দ্র লাকেম্বা সংলগ্ন জুবিলি রিজার্ভ পার্কে সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হবে। কমিউনিটির প্রিয় সংগঠন লেইস ফিতা ‘গ্র্যান্ড লাকেম্বা ঈদ বাজার’র আয়োজক।
লেইস ফিতা’র কর্ণধার তাম্মি পারভেজ জানান, সম্পূর্ণ দেশীয় ঈদের আমেজ ও কেনাকাটার আনন্দ স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের মাঝে ছড়িয়ে দেয়ার পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী ঈদের যাবতীয় কেনাকাটা একই স্থানে করার অঙ্গীকার নিয়ে আমরা প্রথম বারের মত বড় পরিসরে খোলা মাঠে এই মেলার আয়োজন করেছি।
পবিত্র ঈদুল আজহার সামনে রেখে এ গ্র্যান্ড লাকেম্বা ঈদ বাজারে প্রবাসী ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসবে। তাদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক-পরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক, বিভিন্ন ডিজাইনের অলঙ্কার ইত্যাদি পাওয়া যাবে। মেলায় প্রায় ৩০ স্টল থাকবে।
মেলার আয়োজকদের অন্যতম মাসুদ পারভেজ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিডনির ক্ষুদ্র ব্যবসায়ীদের সংঘবদ্ধ করে তাদের ব্যবসাকে স্থানীয় প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দেয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য। ইতোমধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।
বিডি-প্রতিদিন/শফিক