আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রজতজয়ন্তী পালিত হয়েছে সিঙ্গাপুরে। রবিবার সিঙ্গাপুর শাখা স্বেচ্ছাসেবক লীগ দেশের সাথে মিল রেখে এর রজতজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উপলক্ষে আলাদা কেক কাটা হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করে সহ-সভাপতি মিরাজ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন, অনুষ্ঠানের উদ্বোধন করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুল মালেক হীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী যুব লীগের সভাপতি কে এইছ আলামিন, সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ খান, সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিঙ্গাপুর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু। এসময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের দফতর সম্পাদক ঈমান ব্যাপারি, উপ-দফতর সম্পাদক রাসেল রানা, সিঙ্গাপুর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন, সিঙ্গাপুর শ্রমিক লীগের আহবায়ক রেজাউল করিম, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মোহাম্মদ, সহ-সভাপতি আরিফ হোসেন সাধারণ সম্পাদক জেপি তালাস, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক জাকারিয়া, সিঙ্গাপুর যুবলীগের টেম্পানিজ শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তুহিন ব্যাপারি সেরাঙ্গ শাখা ছাত্রলীগের সভাপতি মাছুম, পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মো হাবিবসহ সিঙ্গাপুর আওয়ামী লীগের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শফিক