প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকাস্থ স্টার কাবাব রেস্টুরেন্টে এসবি ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডা. আবদুল মতিন।
সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের আবদুল মজিদ আকন্দ। প্রধান অতিথি ছিলেন এস বি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহাব উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন সরকার, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, আওয়ামী লীগ নেতা শরাফ সরকার, জাতীয় পার্টির উপদেষ্টা এবিএম ওসমান গণি, জহিরুল ইসলাম, জাতীয় পার্টির আহ্বায়ক আবদুর নূর ভূঞা। এরশাদের স্মৃতিচারণ এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আরো বক্তব্য রাখেন আবদুল সহিদ, মো. জিন্নাহ, এস,বি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আবদুর রবিন ও জাপা নেতা ইসমাঈল খান আনসারী প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব