মিয়ানমার, ভারত, চীনসহ বিভিন্ন দেশে মুসলমানদের নির্যাতনের নিন্দা, প্রতিবাদ এবং এমন অপকর্মে লিপ্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ র্যালির আয়োজন করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাতের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্যকালে সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সংগঠক গিয়াস আহমেদ বলেন, ‘তথ্য-প্রযুক্তির যুগেও দেশে দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। বর্বরোচিত আচরণ করা হচ্ছে ধর্মীয় বিদ্বেষমূলকভাবে। এমন অপকর্ম চলা দেশসমূহের বিরুদ্ধে গোটা বিশ্বকে রুখে দাঁড়াতে হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এবং জাতিসংঘের সামনে বড় ধরনের সমাবেশ করতে হবে।’
সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা শেখ আব্দুর রহিম মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ ওয়াসিম সিদ্দিকীর সঞ্চালনায় এই র্যালিতে আরো বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, সহ-সভাপতি কাজী সাঈয়েদুর রহমান, ইসমাইল আলী, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী বাবুল, মো. নাদের, সোহেল রেজা, মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া প্রমুখ।
বক্তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘একাত্তরের চেতনায় এগিয়ে চলছে বাংলাদেশ। কিন্তু একটি মহল ধর্মের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে। ভারত, মিয়ানমার এবং চীনে মুৃসলমানদের ওপর চলমান বর্বরতাকে ব্যবহার করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি প্রিয়া সাহার আবির্ভাব ঘটেছে। কিন্তু প্রিয়ার সে অভিযোগ সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন। ’
সৈয়দ হেলাল মাহমুদ র্যালির পর এ সংবাদদাতাকে জানান, শিগগিরই আমরা কমিউনিটির বিভিন্ন স্থানে আরো কয়েকটি র্যালি করবো। তারপর জাতিসংঘ এবং হোয়াইট হাউজের সামনে কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব