বৃহত্তর ঢাকা সমিতির আয়োজনে সভাপতি কাজী মনসুর আহমেদ সিপু, সিঃ সহ সভাপতি জোবায়ের আহমেদ রিপন ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জুর আমন্ত্রণে প্রতিবারের মত এবারও সুন্দর মনোরম পরিবেশে বার্ষিক বনভোজন মারতিজানা লেকে অনুষ্ঠিত হয়।
রোম থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে লাগো দি মারতিজানা (লেক) চারটি গাড়িতে কয়েক শতাদিক প্রবাসী বাংলাদেশি নিয়ে তরপিনাত্তারা নামক স্থান থেকে গাড়িগুলো রওনা দেয়। তারপর পথিমধ্যে যাত্রা বিরতিতে সকালের নাস্তা দেওয়া দেন সমিতির সদস্যরা। সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে গন্তব্যে পৌঁছে বাসগুলো। এর আগে বাসের মধ্যে উন্মুক্ত বিনোদনে মেতে উঠে ভ্রমণ পিয়াসী বাংলাদেশিরা। দিনব্যাপী অনুষ্ঠানে যে যার মত করে আনন্দে মেতে উঠে। এভাবেই প্রবাসে একটুকরো বাংলাদেশে পরিনত হয় বৃহত্তর ঢাকা সমিতির বনভোজন।
দুপুরের খাবারের পর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, আঞ্চলিক সমিতির নেত্রী স্থানীয়রা বক্তব্যে তাদের অনুভূতি প্রবাস জীবনের আনন্দের কথা তুলে ধরেন। পাশাপাশি বরাবরের মত এবারো বৃহত্তর ঢাকা সমিতির আয়োজনকে স্বাগত জানান আমন্ত্রিত অতিথিরা।
বনভোজনে বৃহত্তর ঢাকা সমিতির আব্দুর রশিদ, সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, প্রচার সম্পাদক মুহিব হাসান,মহিলা সম্পাদক সায়রা হোসেন রানী,বিশিষ্ট ব্যবসয়ী রিমন আরিফ ও বৃহত্তর ঢাকাসহ অন্যান্য জেলা, বিভাগের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে জামান মোক্তার, ইমাম হাসান লিখন, হেলাল রায়হান, আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মুহি হাসান, কাজী মোস্তাক আহমেদ সুমন, আশরাফ, শান্তা সিকদার, মনি মঞ্জু, সায়রা হোসেন রানী, সাংবাদিক আমির হোসেন লিটন, মেরিন খান,পাভেল রহমান, তরিকুল ইসলাম নয়ন, প্রিন্স চৌধুরী, উম্মে হানী, শেখ জসিম, রিমন আরিফ, আরিফ হোসেন খান, বিলকিস আজাদ, সৈয়দা মাকসুদা ফারুক, জাহান রবি, হাসানুজ্জামান, মোজাম্ম্মেল হোসেন মোল্লা, আবুল কালাম সায়মন, সংবাদকর্মী জমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বনভোজনে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বৃহত্তর ঢাকা সমিতির সদস্যরা। অন্যদের মধ্যে ইমাম হাসান লিখন, হেলাল রায়হান, আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মুহি হাসান, কাজী মোস্তাক আহমেদ সুমন, আশরাফ, শান্তা সিকদার, মনি মঞ্জু, সায়রা হোসেন রানী, সাংবাদিক আমির হোসেন লিটন, মেরিন খান,পাভেল রহমান,তরিকুল ইসলাম নয়ন, প্রিন্স চৌধুরী, উম্মে হানী, শেখ জসিম, রিমন আরিফ, আরিফ হোসেন খান, বিলকিস আজাদ, সৈয়দা মাকসুদা ফারুক, জাহান রবি, হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ