লিটল বাংলাদেশ, লস এঞ্জেলেসের কমিউনিটির পক্ষ থেকে বর্তমান কনসুলেট জেনারেল প্রিয়তোষ সাহাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) স্থানীয় সময় বিকাল ৫টায় এসব কর্মসূচি পাঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কনস্যুলেট অফিস লস এন্জেলেস, ক্যালিফোর্নিয়া। কিন্তু এখানে প্রবাসী বাঙালিদের ২০-২৫ বছরের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে লিটল বাংলাদেশ কমিউনিটি সিটি কর্তৃক অনুমোদিত। এই লিটল বাংলাদেশের জনগণের সুখ-দুঃখ হাসি-কান্নার সাথে দল-মত নির্বিশেষে একে অপরের সুখে-দুঃখে সমভাগে সমব্যথী। কিন্তু বর্তমান কন্সুলার প্রিয়তোষ সাহা কমিউনিটিকে কলঙ্কিত করেছে। তার হাতে মুক্তিযোদ্ধা আবু তাহের লাঞ্চিত হয়েছেন, আমাদের কমিউনিটিকে তিনি বিভক্ত করে একের বিরুদ্ধে অন্যকে উসকানি দিয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত করে রেখে দুর্নীতি রাজ্য গড়ে তুলেছেন। তিনি এখানে কয়েকজন হাইব্রিড আওয়ামী লীগার দিয়ে কনসুলেট অফিসকে রাজাকার জামাতের আস্তানা বানিয়েছেন। সরকারি খরচে তিনি তার ব্যক্তিগত অতিথিদের আপ্যায়ন করান।
সদ্য ক্রয় করা কনসুলেট অফিস বর্তমান বাজার মূল্য থেকে দ্বিগুণ দামে ক্রয় করা হয়েছে উল্লেখ করে প্রতিবাদ সমাবেশে আরও বলা হয়- এব্যাপারে দুর্নীতি আছে কি না সুষ্ঠু তদন্ত করার জন্য বর্তমান সরকার এর কাছে দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম