‘প্রবাসে আপনার পাশে’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা টেলিভিশন চ্যানেলটি এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার ফোর্ট লডারডেলের পম্পানো বিচের সিভিক সেন্টারে টেলিভিশনটির পক্ষ থেকে আয়োজন করা হয় স্থানীয় দর্শকদের সরাসরি অংশগ্রহণে ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ আয়োজন’।
অনুষ্ঠানের আগে কয়েকজনকে সম্মাননা জানানো হয়। মুক্তিযোদ্ধা নান্নু আহমেদের হাতে এফবি টিভি সম্মাননা তুলে দেন ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ভূঁইয়া। আরও সম্মাননা দেয়া হয় ঢাকা ক্লাবের সভাপতি মিম খান, বিশিষ্ট ব্যবসায়ী রানা খান, নাঈম খান, মাইক শাহাদি এবং আরশাদ আলীকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ জুনায়েদ আক্তার, আগামী বছর ব্রওয়ার্ড কাউন্টি শেরিফ প্রার্থী সান্তিয়াগো ভাসপিস, এফবি টিভির সিইও টিটন মালিক ও পরিচালক আওলাদ হাওলাদার।
এরপর ছয় ক্যামেরায় দর্শকদের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে ধারণ শুরু হয় ম্যাগাজিন অনুষ্ঠানটির। ছিল আধুনিক প্রযুক্তির ব্যবহার। টেলিভিশনের এডিটর ইন চীফ শামীম আল আমিনের সঞ্চালনায় প্রথমেই মঞ্চে আসে স্থানীয় একঝাঁক নৃত্য শিল্পী। ঝলমলে পোষাকে তাদের দলীয় নৃত্য সবাইকে মুগ্ধ করে। এরপর ছিল সমাজের কিছু অসঙ্গতির চিত্র তুলে ধরে নাঈম খান আর ডলারের একটি নাটিকা। দর্শকদের জন্যে ছিল কয়েকটি জমজমাট পর্ব।
স্থানীয় কয়েকজন জনপ্রিয় শিল্পী পাপ্পু আহমেদ, আশিক, মুনমুন, সুমন, বাবু আর শাওনের কণ্ঠে ছিল পুরানো দিনের কয়েকটি গান। একসঙ্গে ছয়জনের পরিবেশনা ছিল অসাধারণ। ফ্লোরিডার জাদুশিল্পী মার্টি মিলের পরিবেশনায় দর্শকরা হন বিমোহিত। ছিল মুনমুন, তাজরি আর আরশির নাচ। মি বিনের একটি পর্বে নোয়াখালির ভাষায় অনুবাদে রাশেদের পরিবেশনা সবাইকে আনন্দ দেয়। ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা জানিয়ে বেশ বেশ বেশ...সাবাস বাংলাদেশ...গানটি। শিশুদের নিয়ে গানটি শোনান পাপ্পু আহমেদ। শিশুদের পর্বে অংশ নেয় অপর্ণা আমিন, অর্ক, বর্ষসহ অনেকে। সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। মঞ্চসজ্জায় ছিলেন মিম খান।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সোমানা মালিক, আশরাফুন নাহার লিউজা, রুবি আওলাদ, আরিফুল হক, মোহাম্মদ খোরশেদ, সোনিয়া খান, হাসি করিম, ফুয়াদ জালাল, নিপা জালাল, মঞ্জু আমিন, মিথাড আহমেদ, শাওন, সুমন বিশ্বাসসহ অনেকে। ঈদুল আযহায় অনুষ্ঠানটি দেখানো হবে ফ্লোরিডা বাংলা টেলিভিশনে।
বিডি প্রতিদিন/হিমেল