আগামী ৩০ আগষ্ট শুক্রবার থেকে নিউইয়র্কের লং আইল্যান্ড শহরে বসছে ফোবানা ৩৩তম সম্মেলন। ড্রামা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এই ফোবানা সম্মেলনে অংশগ্রহণ এবং ওয়াশিংটনে ২০২১ সালে ফোবানা সম্মেলন আয়োজন নিয়ে এক মতবিনিময় সভা রবিবার ভার্জিনিয়ার উডব্রীজ শহরে অনুষ্ঠিত হয়েছে।
ভার্জিনিয়ার সাংস্কৃতিক সংগঠন সুরবিতানের সভাপতি বুলবুল ইসলাম ও ফটো সাংবাদিক কামরুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আকতার হোসাইন, ফাহমিদা শম্পা, কবির পাটোয়ারী, পারভিন পাটোয়ারী, মনির হুসাইন, লিপি হুসাইন, জি আই রাসেল, জেবা রাসেল, ফারহানা আকতার, ফজলুল হক, বদরুল হক, নার্গিস পারভিন, জামান হুসাইন, মামুন খান, তোফাজ্জাল হোসেন, হেলেন আক্তার, আবদুস সাত্তার, সেলিম আক্তার, মজনু মিয়া, মাসুমা মেরিন, দেওয়ান আরশাদ আলী বিজয়, মোহাম্মদ হাবিবুল্লাহ, সাইদুন্নেছা হায়দার, মোশারফ হোসেন, সুমি আক্তার প্রমুখ।
সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি ডিএমভি, একাত্তর ফাউন্ডেশন, প্রাইড ফাউন্ডেশন, উদয়ন ফাউন্ডেশন, বর্ণমালা, আমরা বাঙালি ফাউন্ডেশন, ওরা এগারোজন, বাইটপো, আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি, বন্ধন এসোসিয়েশন, বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন (বাফি), ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি এসোসিয়েশনসহ অন্যান্য সংগঠন।
সভায় আগামী ৩০ আগষ্ট শুক্রবার থেকে নিউইয়র্কের লং আইল্যান্ড শহরে ফোবানা ৩৩তম সম্মেলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির আয়োজনে ২০২১ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলন আয়োজনের জন্য সমর্থন জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার অঙ্গীকার ব্যক্ত করে সভায় অংশগ্রহণকারী সকল সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল