প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের ২৫ বছর পূর্তি উপলক্ষে কানাডার টরন্টোতে ২৯ জুলাই রজতজয়ন্তী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। স্থানীয় রেস্টুরেন্টে কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ আয়োজন করে।
কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারহানা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি জসীম চৌধুরী ও বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হাসান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন কানাডা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিম উদ্দিন।
এই সময় আরও বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, তালুকদার ভূঁইয়া সবুজ, অন্টারিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারহানা খান, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল হক সাগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ইমরান খান শোভন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে এফ খান, রিনি ঝিনি, খালিদ সাইফুল্লাহ, আহমদ নাফিস, শারিফুল হক, তানজিম সোহাগ, শরিফুর হক সাগর, শেখ এম আনোয়ার হোসেন, আরিফ সিদ্ধার্থ সাহা, শাকিল খান, রেদওয়ান আহমেদ সৈকত, ডালিয়া আহমেদ, তওসিফ মাহমুদ ফাহিম, সিদার্থ সাহা, আশিক রহমান, আশিক ইসলাম, মেহেদী, মাসুমা শুচি, মেহেদী মুন্না, আমির আফজাল জনি, ইফতেখার কামাল মাহমুদ দিপ, কানন জারা, মাসুদুস জামান জনি, মইদুল ইসলাম ইফতি, সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম শিপলু, আরিফ জামান, গাজী মাসউদ, নাজমুল হাসান, খায়রুল মাসুদ, এম আর সি হদ্, উৎস খান, সোহেল রানা, রাজিব চন্দ্র সূত্রধর, মেহেদী হাসান সাগর, মাহিন শাহরিয়ার, ফুয়াদ হাসান, হাসনা হেনা, কানিজা ফাতেমা চৌধুরী, জসীম চৌধুরী, মোহাম্মদ হেলাল উদ্দিন, এমডি হাসান, তালুকদার ভূঁইয়া সোবুজ, সুদীপ সোম, ইমরান খান শোভন, মোহাম্মদ বাবুল পারভেজ, বাবলু চৌধুরী, আজিম উদ্দিন, হাসিনা আক্তার, মাহমুদ সাহিন, শারমিন সিলভী, ডাঃ বারী, শিপ্রা চৌধুর, দোজ্জা সেলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা