হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ১ আগাস্ট বৃহস্পতিবার প্রথম প্রহরে তথা নিউইয়র্ক সময় রাত ১২টা ০১ মিনিটে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সদস্যরা।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খাবার বাড়ি চত্বরে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শোকের মাস অগাস্টের নানা কর্মসূচির সূচনা ঘটলো বলে আয়োজকরা উল্লেখ করেন।
এতে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও ছিলেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শেখ হাসিনা মঞ্চ, মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সদস্য-কর্মকর্তারাও।
অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা সেবুল মিয়া এবং সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মনজুর চৌধুরী।
নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, শিল্প সম্পাদক ফরিদ আলম, নির্বাহী সদস্য শরিফ কামরুল হিরা এবং মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল আহমেদ, হেলিম উদ্দিন, যুবলীগ সদস্য শাহিন কামালী।
নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল ও সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, নাদের মাস্টার, জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি, গিয়াস উদ্দিন বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাইনউদ্দিন, মোহাম্মদ হুমায়ূন কবির, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধা যুব কমান্ড সভাপতি এম এ মুহিত, নিউইয়র্ক মহানগর যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, হেলাল উদ্দিন, আনিসুর রহমান, জাকির রহমান, আজমুল আলী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ফারজানা