লেখক ও সাংবাদিক শিব্বীর আহমেদের কবিতা 'বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ' অবলম্বনে ইউটিউবে প্রকাশিত হয়েছে গান 'বজ্রকন্ঠে স্বাধীনতা'। গানটির সাথে মক্তিযুদ্ধের সময়কার ভিডিও ও ছবি নিয়ে নয় মিনিটে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের সত্যি ইতিহাস।
গানটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে। গানটির সুর করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সুরকার ও শিল্পী শফিক তুহিন। গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। এছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর দাস ও রুমানা আকতার ইতি। এছাড়া গানটির কোরাসে কণ্ঠ দিয়েছেন শিল্পী স্বরলিপি, সাজিদ, রাফি, রুকু, ইমরান, লুনা ও অয়ন। গানটিতে গিটার বাজিয়েছেন কেডী এবং পুরো গানটির মিউজিক ব্যবস্থাপনায় ছিলেন মানাম আহমেদ।
ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করে ভিডিও ও এনিমেশন তৈরি করেছেন এক চলচ্চিত্রের ভিডিও নির্মাতা আবদুল্লা চৌধুরী। গানটি নির্মাণে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আতিকুর রহমান, আকবর হায়দার কিরন, মিনহাজ আহমেদ, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শহীদ হাসান, অনন্যা প্রকাশনীর মনিরুল হক, জোবেদা লুনা, ফখরুল ইসলাম কামাল, রবিউল ইসলাম, মেহবুবা আক্তার, সাজিদুল হক, সেলিনা আক্তার লিজা, শহিদুল হক, জুবায়ের খান ও মুশফিকুল ইসলামসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/ফারজানা