অস্ট্রেলিয়াতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনি, ক্যানবেরা, ব্রিসবানসহ বিভিন্ন শহরের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসেবে আগামী ১২ অগাস্ট অস্ট্রেলিয়ার মুন সাইটিং অস্ট্রেলিয়া’র পক্ষ থেকে ঈদুল আজহা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার বড় মসজিদ সিডনির বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বায় প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও ল্যাকেম্বায় ঈদের নামাজে নিউ সাউথ ওয়েলস'র প্রিমিয়ার, ফেডারেল এমপি, স্ট্রেট এমপি, স্থানীয় কাউন্সিলরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
ল্যাকেম্বা টাউন মসজিদ, ল্যাকেম্বা দারুল উলুম, পেরি পার্কে, আর্নেস্ট স্টেট মসজিদ, মেলবর্ন দারুল উলুম মসজিদ, ব্রিসবান,পার্থ মসজিদ, ডারউইন মসজিদ, তাসমেনিয়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় মসজিদ কমিটির তত্বাবধানে এবং ফার্মে যেয়ে কোরবানি দিবেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ