ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্রাহ্মণবাড়িয়া জনকল্যাণ সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শতাধিক প্রতিনিধিদের উপস্থিতে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্যারিসের পান্তার স্থানীয় একটি রেষ্টুরেন্টের হলরুমে ইসতিয়াক হোসাইন বাবুর উপস্থাপনায় ও আশরাফুল ইসলাম বিল্লালের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিল্লাল হোসেন জামালকে সভাপতি ও আখতারুজ্জামান ফারুককে সাধারণ সম্পাদক, মিয়া লেনিনকে সাংগঠনিক সম্পাদক ও হাসান আহমেদকে কোষাধ্যক্ষ করে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা হারুনর রশিদ, সালেহ আহমদ চৌধুরী, অধ্যাপক অপু আলম, মহি উদ্দিন খোকন, শিশির, রাকিব, উজ্জ্বল প্রমুখ।
নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এ সংগঠনের মাধ্যমে ব্রাম্মণবাড়িয়া প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান পাশে থাকা ও দেশে গরীব দুস্থ মানুষের কল্যাণের কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/হিমেল