স্পেনের মাদ্রিদে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগষ্ট) মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় ‘বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ, স্পেন’ এর ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন বিএনপি’র য্গ্মু মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
‘বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ, স্পেন’ এর আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকিরুল ইসলাম জাকিরের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্পেন বিএনপি’র প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা জিয়াউর রহমান খান জিয়া ও বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেন এর যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা সায়েম মজুমদার, আবু সায়েম, আব্দুল মোতালেব বাবুল, আবু বক্কর সিদ্দিক, অলি আহমদ, আক্তার হোসেন, রানা, ফজির আলী নাদিম, সুজন মল্লিক, রফিকুল ইসলাম রঞ্জু, শফিকুল ইসলাম রিপন প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল