পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাটগুলো। সবজি মার্কেট, মিসাইড, আল ওয়াকরা, আলখুরসহ স্থানীয় পশুর হাটের পাশাপাশি অনেকেই আবার সরাসরি খামার থেকে পশু ক্রয় করছেন।
অন্যান্য বছরের তুলনায় এবছর পশুর দাম কম হওয়ার ফলে স্বস্তির কথা জানান ক্রেতারা। গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা ও ছাগল সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। আর বিশেষ করে বাংলাদেশিরা নজর দিচ্ছেন গরু ও ছাগলের দিকে। গরু প্রকারভেদে সাত হাজার থেকে দশ হাজার রিয়াল বিক্রি হচ্ছে।
এমনকি পশুর হাট দেখতে বাদ পড়েনি শিশু-কিশোররা। খামারিরা বলছেন, চাহিদার তুলনায় পশুর যোগান বেশি হওয়ার ফলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে।
এদিকে কাতারে নির্দিষ্ট স্থান ব্যতীত পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নির্দিষ্ট ব্যক্তি নির্বাচনের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল