কানাডার ক্যালগেরি হরাইজন মলে অনুষ্ঠিত হয়ে গেল এ বছরের সবচেয়ে বড় বর্ণাঢ্য ঈদ মেলা। এতে অংশ নেয় ১৫০টিরও বেশী স্টল। পাকিস্থানি, ইন্ডিয়ান, জাপানি, চায়না, ফিলিপাইন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিক্রেতারা এখানে স্টল দেয়।
নারী-পুরুষ, শিশু-কিশোরদের বাহারী রকমের প্রয়োজনীয় সামগ্রী এখানে বেচা কেনা হয়। এর মধ্যে মহিলাদের শাড়ী-গয়না আর কসমেক্টিস ছিল অন্যতম। বাড়তি আকর্ষণ ছিল মেহেদী ডিজাইনের আলপনা।
সারাদিন ব্যাপী এই মেলায় পরিশেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে অংশ নেয় ক্যালগেরির স্থানীয় শিল্পীরা।
মেলার আয়োজক ইকবাল রহমান জানালেন, বাংলার সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতেই এই মেলার আয়োজন। খুব মিস করি মা-মাটি আর বাংলাদেশকে। সবাইকে ঈদ মোবারক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ