ইতালিতে অবস্থানরত প্রবাসী সিলেটিদের নিয়ে শাহজালাল এসোসিয়েশন ভিজয়োবানূ মিলান-এর ৪১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার এ কমিটি গঠিত হয়।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অলিউর রহমানকে সভাপতি ও আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক এবং চুনু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি সবুজুল খান, যুগ্ম সম্পাদক নূরুল হক, তেরাজুল, অর্থ সম্পাদক রাহিম, সহ অর্থ সম্পাদক সায়মন, প্রচার সম্পাদক সামির আহমেদ, সহ প্রচার সম্পাদক রিপন মিয়া, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক টিপু মিয়া।
সম্মানিত সদস্য রা হলেন লাবু মিয়া, শাহাব উদ্দিন, রিপন মিয়া, রুনু মিয়া, সৈয়দ রিপন, টিপু ও উজ্জ্বল আলী।
কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা দিলদার হোসেন, আব্দুল হাকিম, রাশীদ আলী (হারুন), তাজউদ্দীন আহমেদ,সাবুল মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব