কাতারে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি আইনুল করিম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার ধানসিঁড়ি বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু ছায়েদ। বিশেষ অতিথি ছিলেন ধানসিঁড়ি বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি প্রবীণ নেতা সিরাজুল ইসলাম মোল্লা, অধ্যাপক আমিনুল হক, কাতার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ, উপদেষ্টা কামাল উদ্দিন মেম্বার, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, রহমান মেম্বার,শাহজাহান মিয়া, ইকবাল আহমেদ রনি,গোলাম সারওয়ার মিশু, বাবুল গাজীসহ অন্যান্যরা।
আজিজুর রহমান পলাশের সঞ্চালনায় এতে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক,লন্ডন মহানগর জাসাদের সাধারন সম্পাদক রাজ হাসান ও ফেনী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন, শাহজাহান সাজু, মোঃ অভি,নুরুল আফসার লিটন মহাজন,বাহার উদ্দিন,মাঈন উদ্দিন রিপন, জাহাঙ্গীর আলম, রিয়াদ হোসেন,আলী হোসেন সোহাগসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ