বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনী অফিসের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭.৩০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করা হয় ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তারপর পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা থেকে পাঠ করা হয়। মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বানী পাঠ করে শোনানো হয়।
কনস্যাল জেনারেল খন্দকার মাসুদুল আলমের সভাপতিত্বে এবং কনসাল মো: কামরুজ্জামানের সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন, জনস্বাস্থ্য গবেষক ও কলামিস্ট ড. শাখাওয়াত নয়ন, একুশে একাডেমির সভাপতি স্বপন পাল, যুবলীগ অস্ট্রেলিয়ার সভাপতি মোস্তাক মিরাজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ