১৬ আগস্ট, ২০১৯ ১৭:২৯

ভিয়েনায় জাতীয় শোক দিবস পালন

আনিসুল হক, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে:

ভিয়েনায় জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন এক শোক সভার আয়োজন করে। দূতাবাসের কার্যালয় মিলনায়নে ১৫ আগস্ট বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো. আবু জাফর।

জানা গেছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এ শোক সভা শুরু হয়। কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান রাহাত বিন জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী নাহীদ সুলতানা নাসরিন,  অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আবদুল জলিল, আহমেদ ফিরোজ, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, নয়ন হোসেন, মনোয়ার পারভেজ, রানা বখতিয়ার, জান্নাতুল ফরহাদ, ইয়াসিম মিয়া ও সাইফুজামান প্রমুখ।
 
সভা শেষে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর