জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনায় এক শোক সভার আয়োজন করে। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রেনবো হলে গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ২টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী নাহীদ সুলতানা নাসরিন, উপস্থাপনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।
সভায় প্রধান অথিতি ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ রহমান মুক্তা, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল জলিল, আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, আহমেদ ফিরোজ, সাইফুল ইসলাম জসিম, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভার শেষে ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ