বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বাহরাইনে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ কতৃক আয়োজিত স্কুল মিলনায়তনে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে এম মমিনুর রহমান। আয়োজক প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরের ভাইস চেয়ারম্যান মুইজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন স্কুলের ছাত্রী সুমাইয়া ও আনোয়ারা আক্তার।
পবিত্র কোরআন তিলাওয়াতের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সবাই এক মিনিট নিরবতা পালন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর( শ্রম সচিব) শেখ মোহামদ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের ডিরেক্টর( বোর্ড অব ডিরেক্টর)প্রকৌশলী আবুল কালাম আজাদ, বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. সারিজা আলী।
এসময় দূতাবাসের সহকারী কন্সোলার মহসিন কবির,পিও ইমরান,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মঞ্জুর আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মোস্তফা কামাল, এছাড়া স্কুলের সিনিয়র কো-অর্ডিনেটর মিসেস শাহিদা,মিডল সেকশান কো-অর্ডিনেটর আছমা উল হোছনা, এডমিন সুপার ভাইজার নেছার উদ্দিন আখন্দ,শিক্ষক নজরুল ইসলাম,সালমান, শিক্ষিকা মাহমুদা, নাহার,সনিয়া, সানজিতসহ সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ