১৭ আগস্ট, ২০১৯ ০৩:৫৯

কুয়েতে জাতীয় শোক দিবস পালন

কুয়েত প্রতিনিধি

কুয়েতে জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েতের মাল্টি পারপাস হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্ব ও দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম সঞ্চালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কুয়েতে বিমান কান্ট্রি ম্যানেজার মো. হাফিজুল ইসলাম ও বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়।

বিশেষ এদিনটিতে বাংলাদেশ দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুষ্পার্ঘ্য দেওয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। 

জাতীয় শোক দিবসের উপর আলোচনাসহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর