কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে আলবার্টা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শােক দিবস ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলবাটা আওয়ামী লীগের সভাপতি জাফর সেলিমের সভাপতিত্বে শােক সভায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ রফিক, মিনু মঈনুল, মাে. মােশাররফ হােসেন নাজমুল আহসান, আলবার্টা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যানথনি জ্যাকবসহ আরাে অনেকে। কবিতা আবৃত্তি করেন জাহিদ হক এবং তাশফীন হোসেন।
সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মােনাজাত করা হয়। মােনাজাত পরিচালনা করেন কাজী রহমান সুজা। সভা পরিচালনা করেন এ্যানথনি জ্যাকব।
বিডি-প্রতিদিন/মাহবুব