১৭ আগস্ট, ২০১৯ ১৫:০৭

খালেদার মুক্তি দাবিতে লস এঞ্জেলেস কনস্যুলেটের সামনে র‌্যালি

এনআরবি নিউজ, নিউইয়র্ক

খালেদার মুক্তি দাবিতে লস এঞ্জেলেস কনস্যুলেটের সামনে র‌্যালি

বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখা লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের সামনে মানববন্ধন করেছে।

এ কর্মসূচির সংবাদ জেনে কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা ডেকে আনেন লসএঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) অফিসারদের। পুলিশ অফিসাররা কনস্যুলেট অফিস ঘিরে নিরাপত্তা বলয় সৃষ্টি করে কর্মসূচি চলাকালীন বিএনপি নেতাকর্মীদের উপর নজর রাখে। বিএনপি'র প্রত্যেক নেতা-কর্মী সমাবেশস্থল ত্যাগ না করা পর্যন্ত পুলিশ অফিসাররা সতর্ক পাহারায় ছিলেন। ঢাকার আন্দোলনের উত্তাপ পাওয়া যাচ্ছিল এ কর্মসূচিতে। বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।

ক্যালিফোর্নিয়া বিএনপি'র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তব্য দেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সভাপতি আব্দুল বাছিত, সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহিন, মুর্শেদুল ইসলাম, অপু সাজ্জাত, সাইফুল আনসারী চপল, আফজাল হোসাইন শিকদার, সাহদাৎ হোসেন শাহিন, আশরাফুল আলম হেলাল, যুগ্ম  সম্পাদক সৈয়দ নাসির উদ্দীন জেবুল, লায়েক আহমেদ, বদরুল আলম মাসুদ, ইলিয়াছ মিয়া, রফিকুজ্জামান জুয়েল প্রমুখ।

বাংলাদেশ কনস্যুলেটসহ সকল কর্মকর্তার প্রতি হুশিয়ারি করে দলের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, জনগণের টাকায় আপনাদের বেতন-ভাতা হয়। আপনারা জনগণের সেবক, কোন ব্যক্তি বা দলের তাবেদার হতে পারেন না। মনে রাখবেন কোন সরকারই চিরস্থায়ী নয়। 

মানববন্ধনে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সামিমা খান লাকী, প্রচার সম্পাদক কামাল হোসেন তরুন, দপ্তর সম্পাদক রেজাউল হায়দার চৌধুরী বাবু, সহ-পরিবহন সম্পাদক এমাজ উদ্দীন চৌধুরী দুলাল, ক্রীড়া সম্পাদক নাজিম খান, মনিরা আলম, নাইম ইসলাম, ফজলুল করিম, মাহতাব শিকদার, সাইফুল ইসলাম, সহিদুল আলম, সাজ্জাত করিম, মিলন ইসলাম আহমেদ কবির।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর