অস্ট্রেলিয়ার মেলবোর্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার মেলবোর্ন আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে শোক দিবস পালিত হয়। দোয়া ও আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর জীবনের উপর এক চিত্র প্রদর্শনী হয়।
এবারের শোক দিবসের অনুষ্ঠান চার ভাগে ভাগ করা হয়- ১. স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ২. প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপর নির্মিত ডকু-ড্রামা “হাসিনা: অ্যা ডটার’স টেল” এর মেলবোর্নে প্রদর্শনীর প্রচার ও প্রকাশনা, ৩. বঙ্গবন্ধুর জীবনের উপর এক চিত্র প্রদর্শনী ও ৪. আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুব আলমের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোল্লা মো. রাশিদুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলবোর্ন আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা খন্দকার সালেক সূফি। এছাড়াও মেলবোর্ন যুবলীগের সভাপতি মো. জেমস খান, আওয়ামী লীগের সহ-সভাপতি আযহারুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবু সাদেক, ড. মোসাম্মাৎ নাহার, মো. এম সালেহিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি অ্যাড. সিরাজুল হক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন