১৮ আগস্ট, ২০১৯ ০৩:৩৫

ফ্রান্সে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্সে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। বাঙালির জাতীয় জীবনে সবচেয়ে হৃদয়বিদারক ও মর্মস্পর্শী দিন। ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের এই দিনে স্বপরিবারে নৃশংসভাবে নিহত হন স্বাধীনতা বিরোধী খুনি চক্রের হাতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখা’র উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির সেলিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় প্যারিসের স্হানীয় একটি রেঁস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান মুজিব, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ, জৈষ্ঠ্য সহসভাপতি এম এ কাশেম, সহ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম ,শাহেদ আলী, সৈয়দ ইকবাল হাসেমী ,সুনাম উদ্দিন খালিক ,শাহজাহান রহমান ,শাহজাহান শাহী ,শুভ্রত ভট্টাচার্য ,অবনী চন্দ্র , যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা হাসান ,রানা চৌধুরী ,নজরুল চৌধুরী , অধ্যাপক অপু আলম ,হাসান সিরাজ,সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, সেলিম উদ্দিন ,আলী আহমেদ জুবের ,সাইদুর রহমান সাঈদ, প্রচার সম্পাদক আমিন খান হাজারী, আন্তর্জাতিক সম্পাদক শাহিন আরমান চৌধুরী, নগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলাল আহমদ , ছাত্রলীগ সভাপতি তাজেল আহমদ ,সাধারণ সম্পাদক সোহাগ সারওয়ার  প্রমুখ।

 সভায় ফ্রান্স আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যাক প্রবাসী উপস্হিত ছিলেন। সভার শুরুতে ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর