বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে এশিয়া হজ সেবা সংস্থা মোয়াসসাসার সঙ্গে হজ পরবর্তী পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। এসময় বিশেষ অতিথি ছিলেন মোয়াসসাসার চেয়ারম্যান রাফাদ ইসমাঈল বদর, মহাপরিচালক ওমর সিরাজ আকবর, হজ ও উমরাহ মন্ত্রণালয়ের (দক্ষিণ এশিয়া) জনসংযোগ কর্মকর্তা আব্দুল আজিজ ফাহাদ রাহমান।
এছাড়া হাব মহাসচিব ফারুক আহমদ সরদারসহ হাব’র অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক