১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৮ আগস্ট) আমেরিকার ওয়াশিংটনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভা উপলক্ষে মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে এবং দেওয়ান আরশাদ আলী বিজয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ড. খন্দকার মনসুর। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, এটর্নি আলমগীর, আমেরিকায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার অব পলিটিক্স নুরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা জজ কোর্টের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আনিসুর রহমান। এছাড়া কিনোট স্পিকার ছিলেন দস্তগীর জাহাঙ্গীর।
সভায় আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, আলাউদ্দিন আহাম্মেদ, আবুল কালাম আজাদ, শাহ আলম মজুমদার, সাইফুল ইসলাম, খালেদা আক্তার, জিবক বরুয়া, শিব্বির আহাম্মেদ, ডা. বিশ্বজিৎ সাহা, আমান উল্লাহ, জাহিদ হোসাইন, মুস্তাফিজুর রহমান, মির রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন ধর্মের বাণী পাঠ শেষে ১৫ই আগস্টের শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তব্যের শুরুতেই জন্মসূত্রে আমেরিকান এবং পৈত্রিক সূত্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী বঙ্গবন্ধু সম্পর্কে চমৎকার বক্তব্য উপস্থাপন করেন। তারা হলেন- শেখ সেলিমের ছেলে শেখ সেফালদিন সেলিম ও জীবক বড়ুয়ার কন্যা অনামিকা বড়ুয়া।
বিডি প্রতিদিন/এনায়েত করিম