শিরোনাম
২০ আগস্ট, ২০১৯ ১২:৩৬

নির্বাচন দিতে চাপ প্রয়োগের জন্য দেন-দরবারের আহবান হেলাল খানের

এনআরবি নিউজ, নিউইয়র্ক

নির্বাচন দিতে চাপ প্রয়োগের জন্য দেন-দরবারের আহবান হেলাল খানের

নিরপেক্ষ নির্বাচন দিতে চাপ প্রয়োগের জন্যে প্রবাসের নেতৃবৃন্দকে মার্কিন রাজনীতিকদের সাথে দেন-দরবারের আহবান জানালেন বিএনপির কেন্দ্রীয় সদস্য চিত্রনায়ক হেলাল খান।

১৯ আগস্ট সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মাহবুব আলী খান স্মৃতি সংসদ’র এক স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হেলাল খান এ কথা বলেন।

জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র সাধারণ সম্পাদক হেলাল খান বলেন, ট্রাম্প প্রশাসন এবং ডেমক্র্যাটিক পার্টির নীতি-নির্ধারকদের অবহিত করতে হবে যে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার নেই। বিরোধী দলকে চুপসে দেয়ার অভিপ্রায়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে।

স্মৃতি সংসদের সভাপতি ও যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কানাডা বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের এবং সেক্রেটারি কাওসার আহমেদ। নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন বিএনপি নেত্রী এলিজা আকতার মুক্তা, রাশিদা আহমেদ মুন, সুলতানা খানম, শাহাদৎ হোসেন রাজু, জাবেদ উদ্দিন, রাসেল রহমান, রুহেলুজ্জামান চৌধুরী, সিরাজুল ইসলাম, রাজ খান, সেলিমউদ্দিন প্রমুখ।

শুরুতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুৃষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আকতার হোসেন বাদল, হাসান মাহমুদ, নূরল হক, আবুল কালাম, নূরল মোমিন চৌধুরী পাবলু, জামাল হোসেন, মতিউর রহমান স্বপন প্রমুখ। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর