শিরোনাম
২০ আগস্ট, ২০১৯ ২০:১২

মেলবোর্নে জাতীয় শোক দিবস পালন

অস্ট্রেলিয়া প্রতিনিধি :

মেলবোর্নে জাতীয় শোক দিবস পালন

আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে মেলবোর্নে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো রক্তদান কর্মসূচি পালন করে মেলবোর্ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। এবারের শোক দিবসের অনুষ্ঠান চার ভাগে ভাগ করা হয় - স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপর নির্মিত ডকুড্রামা ‌'হাসিনা: এ ডটার'স টেল' এর প্রদর্শনী, বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র ও চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল। চলতি আগস্টে এসব কর্মসূচির আয়োজন করে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।

জানা গেছে, আগস্টের শুরু থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অনেকে রক্তদান করেন। কর্মসূচিটি এ মাসের শেষ দিন পর্যন্ত চলবে। এরপর গত ১৩ই আগস্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে ‌'সাবকন্টিনেন্ট ক্যাটাগরি'তে প্রদর্শিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপর নির্মিত ডকুড্রামা ‌'হাসিনা: এ ডটার'স টেল'। এছাড়া গত ১৭ই আগস্ট আলোচনা ও দোয়া মাহফিলের আগে শুরু হয় বঙ্গবন্ধুর জীবনের উপর একক চিত্র প্রদর্শনী। তা ঘুরে দেখেন অনুষ্ঠানে আগত নেতাকর্মী ও অতিথিবৃন্দ। এ সময় এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুব আলমের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক মোল্লা মো. রাশিদুল হক সবাইকে স্বাগত জানিয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদসহ, ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের জন্যে প্রাণ দেয়া সকল শহীদের জন্য দোয়া করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর