২২ আগস্ট, ২০১৯ ১৩:০৫

ইতালির রোমে ফেনী জেলা সমিতির বার্ষিক বনভোজন

ইতালি প্রতিনিধি

ইতালির রোমে ফেনী জেলা সমিতির বার্ষিক বনভোজন

আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে শেষ হল ফেনী জেলা সমিতি ইতালির আয়োজনে বার্ষিক বনভোজন। সাপ্তাহিক ছুটির দিন থাকায় রোম প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির নয়নাভিরাম লাগো দি মারতিযানো লেকের এ মনোরম সৌন্দর্য উপভোগ করেন।

ফেনী জেলা সমিতি, ইতালির সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক বেলাল হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহীর আমন্ত্রণে প্রতি বছরের ন্যায় এ বছরও ছিল আয়োজিত বনভোজনের সুশৃঙ্খল পরিবেশে আনন্দ ভ্রমন। 

রোমের তরপিনাত্তারা থেকে পাঁচটি বাসযোগে লাগো দি মারতিযানো লেকের উদেশ্যে যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানমালায় শিশু-কিশোরদের জন্য দৌঁড় প্রতিযোগিতা, পুরুষের মোরগ লড়াই, নারীদের জন্য ছিল ঐতিহ্য বালিশ খেলা, মার্বেল, দৌঁড়সহ নানা ক্রীড়া প্রতিযোগিতা।

ফেনী জেলা সমিতি, ইতালির আয়োজনে বনভোজনের সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় পর্বে সংগঠনের সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি, ইতালির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি নুরুল আবছার, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন ও কার্যকরী কমিটির নেত্রীবৃন্দসহ বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক,আঞ্চলিক,সাংবাদিক সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ।

এছাড়াও ফেনী জেলা সমিতির উপদেষ্টা গোলাম মাওলা মিলন, আওরঙ্গজেব রিপন, শাজাহান পাটোয়ারী, সহ-সভাপতি হাবিব আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মানিক, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদ খন্দকার লিটন, সদস্য ইয়াছিন ও সিরাজুল হক পঞ্চায়েতসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর