২২ আগস্ট, ২০১৯ ১৩:৩৯

স্পেনে ছাত্রলীগের উদ্যোগে ২১ আগস্ট হামলার প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

স্পেনে ছাত্রলীগের উদ্যোগে ২১ আগস্ট হামলার প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল

২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে স্পেনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার আয়োজনে মাদ্রিদের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই কর্মসূচি পালিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ, স্পেন শাখার সদ্য সাবেক সভাপতি মো. ইসমাইল হোসাইন রায়হান। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুন নূর নীরব।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আইয়ূব আলী সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন স্পেন ছাত্রলীগ নেতা বাপ্পি রহমান নাবিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নয়ন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক মো. আব্দুস সাত্তার, স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দুলাল সাফা, কাদের ঢালী, আব্দুর রহমান, স্পেন আওয়ামী লীগের সদস্য তামিন চৌধুরী, আইয়ূব আলী সোহাগ, বোরহান উদ্দিন, আক্তার উজ জামান, সায়েম সরকার,  স্পেন আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসলাম, আওয়ামী লীগ নেতা আলমগীর, মাছুম, জালাল, বকুল, কামরুল, মহু, ওলী। 

এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- অল ইউরোপিয়ান বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, ফখরুদ্দিন রাজী, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি এ কে জহিরুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহিম খলিল,
স্পেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবলীগ নেতা ইফতেখার আলম, মকবুল হক, আহাদ, স্পেন ছাত্রলীগ নেতা, বাপ্পি রহমান নাবিল, সাব্বির আহমেদ, সায়েক মিয়া, কাওছার আহমেদ, সাইফুর রাহমান রাজিব, কে এম সফিকুননুর, রাজু আহমেদ, সাদেক লস্কর, শাওন মিয়া, মোহাদ্দিস মিয়া, জুনেল আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম নয়ন বলেন, স্পেন আওয়ামী লীগ যেটি পারেনি সেটি বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখা করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই অনুষ্ঠানের সভাপতি ইসমাইল হোসাইন রায়হানসহ ছাত্রলীগের সবাইকে তিনি ধন্যবাদ জানান।

তামিন চৌধুরী বলেন, স্পেন ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা। স্পেন ছাত্রলীগকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান করেন।

বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার সদ্য সাবেক সভাপতি ইসমাইল হোসাইন রায়হান বলেন, ২১ আগস্ট আওয়ামী লীগকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে দেশরত্ন শেখ হাসিনার উপর এই গ্রেনেড হামলা চালানো হয়। ২১ শে আগস্টের ঘটনার পিছনে যাদের হাত রয়েছে, তাদের প্রত্যেককে ফাঁসির রায় দিতে এবং তা বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। আমরা স্পেন ছাত্রলীগ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এবং দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে সদা প্রস্তুত।

মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন স্পেন আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসলাম।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর