বার্লিনের প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠিত বায়তুল মোকাররম মসজিদের সভাপতি মরহুম হাসান চৌধুরী ওরফে আরশ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বার্লিনে বায়তুল মোকাররম মসজিদেই বাদ জুমায় এই জানাজা অনুষ্ঠিত হয়।
হাসান চৌধুরী দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৫ আগস্ট ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি জার্মান বিএনপির বর্তমান সভাপতি আকুল মিয়ার ছোট ভাই।
দিরাই উপজেলার হাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পরে জার্মানিতে পাড়ি দেয়া মরহুম আরশ মিয়া স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ মা, ৪ ভাই ও ৬ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে তার লাশ বার্লিনের একটি কবরস্থানে দাফন করা হয়। এসময় সর্বস্তরের প্রবাসীরা ছাড়াও অন্যান্য দেশের মুসল্লিরা জানাজায় অংশ নিয়ে মরহুমের জন্য দোয়া কামনা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত