শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে বাহরাইনে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ।
দিবসটি উপলক্ষে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি সেলিম দড়ির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বেলায়েত মাতাব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলম, পরিষদের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক আবুল হাশেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি অভিনাশ পাল, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফা কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার, আওয়ামী যুবলীগের ও হিন্দু মহাজোটের সভাপতি বকুল সূত্রধর, এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন, শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, ইউএই এক্সচেঞ্জের মার্কেটিং অফিসার মোহাম্মদ কায়সার আলম, শেখ রাসেল শিশু পরিষদের সভাপতি আল মামুন, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সিকান্দার খালাশি, আলমগীর ডালি, আশিক মাতব্বর, শাহিন খান, সজিব মাতাব্বর, শিপন মাতাব্বর, কামাল মাতাব্বর প্রমুখ।
অতিথিরা বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
বিডি প্রতিদিন/আরাফাত