তিন দিন ধরে বাহরাইনে সন্ধান মিলছে না খাইর আহম্মদ (৪৪) নামের এক বাংলাদেশি শ্রমিকের। তার বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার আদুনগর এলাকায়। তিনি আলা পাড়ার উত্তর হারিনা গ্রামের কুলু মিয়ার ছেলে।
খাইর আহম্মদ বাহরাইনের হামাদ টাউন এলাকায় থাকতেন এবং হেঁটে হেঁটে পারফিউম বিক্রি করতেন।
সূত্র জানায়, গত ২৮ আগস্ট বুধবারে প্রতিদিনের মতো সকাল ৯টায় জীবিকার সন্ধানে বের হন। রাত নয়টায় ঘরে ফেরার কথা থাকলেও তিন দিন পেরিয়েছে কোন খোঁজ মিলছে না খাইরের। তার ব্যবহৃত নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এতে স্বজন ও প্রতিবেশিরা চরম শঙ্কায় দিনাতিপাত করছে।
খাইরের সন্ধান চেয়ে পাসপোর্ট ও ছবি দিয়ে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি অবিহিত করা হয়েছে। দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার ও তার সন্ধান চেয়ে ফেসবুক পেজে ৩৬৪১১৫১ মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা