ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ (রিয়াদ আওয়ামী লীগ) রিয়াদ মহানগর যুবলীগ ও রিয়াদ জাতীয় শ্রমিক লীগের যৌথ উদ্যোগে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দুতাবাসের মিশন উপ প্রধান মো: নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কুমিল্লার মনোহরগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন।
ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রেজাউল করিম মিলনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান মুরাদ, শহিদুল ইসলাম মাদবরও রিয়াদ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আরকান শরীফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ও রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুস সালাম, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন, আবদুর রহমান চৌধুরী, শহিদুল্লাহ্ ভূঁইয়া, মোঃ ঈসা উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বশির, কাজী নাজিবুল মোবারক, সাংগঠনিক সম্পাদক শহীদ মুন্সি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ মহানগর শাখার সভাপতি সৈয়দ এটিম জিয়া উদ্দীন জিয়া, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সৌদিআরব শাখার সভাপতি এইচ এম আলমগীর হোসেন, সাধারন সম্পাদক সাহাদৎ হোসেন মজুমদার, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নন্দলাল সরকার, রিয়াদ মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক শেখ লিয়াকত আহম্মেদ।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর যুবলীগের সহ সভাপতি আবদুল আজিজ, সহ সভাপতি ওবাইদ, টিপু সুলতান, সহ-সভাপতি আলহাজ্জ্ব ফজল করিম তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক জুনায়েদ মাদবর, নিখিল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক এম মুফিজুর রহমান, মোসলেহ্ উদ্দীন মানিক, রিয়াদ জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক শেখ জামাল উদ্দীন, প্রবাসী শিবচর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মান্নান মাদবর, প্রবাসী কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি মাজাহারুল ইসলাম রুবেল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ মহানগর শাখার সাধারন সম্পাদক নাজিম উদ্দিন।
পরে বঙ্গবন্ধু সহ ১৯৭৫সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুস সালাম।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ