বাংলাদেশী স্কলার’স অ্যাসোসিয়েশান (বি এস এ) এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে কানাডার ক্যাল্গেরি বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক, শিক্ষার্থী এবং ক্যাল্গেরিতে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষামূলক আয়োজনে অংশগ্রহণ করার জন্য অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। বিদায়ী বিএসএ ২০১৮-১৯ কমিটি ফুল দিয়ে নবনির্বাচিত বিএসএ ২০১৯-২০ কমিটিকে স্বাগতম জানায়।
এসময় নতুন কমিটির প্রেসিডেন্ট মো. সাইফ উদ্দিন শিকদার তার সংক্ষিপ্ত বক্তবে নতুন কমিটির নির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং আগামীতে সকলের অংশগ্রহণ কামনা করেন। মুখরোচক বাংলাদেশি খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি প্রতিদিন/হিমেল