ফ্রান্সে লিয়ন শহরে দুই ব্যক্তির ছুরি হামলায় এক জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শনিবার স্থানীয় সময় বিকেলে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের লিঁওনের কাছে ভিলোগবান শহরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় একটি সাবওয়ে স্টেশনের কাছে এ হামলায় রান্না ঘরে ব্যবহৃত ছুরি ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশের একটি সূত্র এমন কথা জানিয়েছে।
ছুরি বহনকারী সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। ওই ব্যক্তি নিজেকে আফগানিস্তানের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন বলে পুলিশ সংশ্লিষ্ট দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে। তবে ঘটনার সাথে আরও একজন জড়িত ছিল এবং সে পালিয়ে গেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৩৩ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী ফ্রান্সে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। এই হামলাকে তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করা হচ্ছে না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজনের বিষয়ে প্যারিসের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সন্দেহভাজন ওই হামলাকারী একটি বাসস্টপে অপেক্ষারত মানুষজনের ওপর হামলার চালানোর পর ভূগর্ভস্থ একটি স্টেশনের দিকে দৌঁড় দিলে স্থানীয় অন্যান্য লোকজন ও পরিবহন কর্মীরা তাকে আটক করে বলে জানিয়েছেন লিঁওর মেয়র লিঁও জেহা কুলুম।
কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ভিলেয়ারবেনের মেয়র জিন পল ব্রেট সাংবাদিকদের বলেন, ছুরি নিয়ে হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
এক টুইট বার্তায় মেয়র জিন পল বলেন, লিয়ন এলাকায় হামলার ঘটনায় আমি ভীষণ ভাবে শোকাহত।
বিডি প্রতিদিন/এ মজুমদার