৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে পৃথক দুটি স্থানে কেক কাটা ছাড়াও চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদারের সংকল্প ব্যক্ত করা হয়।
নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ১ সেপ্টেম্বর রাতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ সালাম এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ। মো. আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত এ সভা শুরুতেই কেক কাটা হয়। এরপর প্রধান অতিথি এম এ সালাম তার বক্তব্যে বিএনপির এই চরম সংকটে সকলকে আকতার হোসেন বাদলের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এতে আরও বক্তব্য রাখেন নূরল ইসলাম খান, মীর মশিউর রহমান, জামাল হোসেন, শেখ হায়দার আলী প্রমুখ।
একইসময়ে জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আরেকটি কেক কাটা হয়। জাসাস, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলের সম্মিলিত উদ্যোগে এ অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, এম এ বাতিন, কাওসার আহমেদ মাজহারুল ইসলাম জনি, এলিসা আকতার মুক্তা, ওয়েস আহমেদ, মনসুর আহমেদ, সুলতানা খানম, রাশিদা আহমেদ মুন, আব্দুল মোমেন সোহেল, রেজাউল করিম, সুৃলতান মাসুম, আতাউর রহমান, আনোয়ারুল ইসলাম শাহিন, আবুল কালম, মনিরউদ্দিন খান, মুক্তা মাওলা রুবেল, মো. আলাউদ্দিন, মো. হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা