নানা চড়াই উতড়াই পেরিয়ে দীর্ঘ সাত বছর পর ইতালি আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার ইতালির রাজধানী রোমের পি.সি, আই হলে এক সংক্ষিপ্ত কাউন্সিলে নুতন কমিটি ঘোষণা করা হয়। ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলি আহাম্মদ ঢালীর সভাপতিত্বে সাধারন অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দের দাবির মুখে ভারপ্রাপ্ত সভাপতি আলি ঢালী নতুন কমিটি দিতে বাধ্য হন।
ইতালি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজীকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রব মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন পূর্বের কমিটির সভাপতি আলি আহাম্মদ ঢালী।
এ সময় হলে উপস্থিত আওয়ামী নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে নতুন ঘোষিত সভাপতি-সাধারণ সম্পদককে শুভেচ্ছা জানান।
এছাড়াও নবগঠিত কমিটির বিভিন্ন পদে যাদের নাম ঘোষণা করেন তারা হলেন সহ সভাপতি নজরুল ইসলাম মাঝি, সরদার লুৎফর রহমান, জামান মোক্তার, কামরুল আহসান মন্টু, দিন মোহাম্মদ দিনু, প্রচার সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক জি আর মানিক।
এছাড়াও সম্পাদকীয় বিভিন্ন পদে যাদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন মান্নান মাদবার, কবির হোসেন, শেখ ইসহাক, তুহিনা জামান মলি, রীনা কবির, ফারুক ফরাজী, সাইফুল ইসলাম, শওকত হোসেন, মন্জুরুল কবীর, সোহরাব সরকার। এসব সম্পাদকদের স্ব স্ব দপ্তর শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির সাথে প্রকাশ করা হবে।
এ সময় সভাপতি জাহাঙ্গীর ফরাজী ও সাধারন সম্পাদক এম এ রব মিন্টুসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখা, মহিলা আওয়ামী লীগ ইতালি, বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা, রোম মহানগর আওয়ামী লীগ, রোমা নর্দ আওয়ামী লীগ, অত্তাভিয়ানো আওয়ামী লীগ, কাতানিয়া আওয়ামী লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালি শাখা,র নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/মাহবুব