ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে একটি বিশেষ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইতালির রাজধানী রোমের মেট্রো কঙ্কা দি অরোতে অবস্থিত একটি হলে এই প্রতিবাদ সভাটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রোম মহানগর উত্তর শাখা।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি আনিমুর রহমান সালাম, সহ-সভাপতি হাসানুজ্জামান কামরুল, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির।
প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন।
সভাপতিত্বে ছিলেন রেজাউল করিম রিপন এবং পরিচালনা করেন যৌথভাবে ইতালি বিএনপির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তিতাস তালুকদার ও শেখ মেনন।
বিশেষ বক্তা ছিলেন ইতালি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন।
প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সময়ে দেশে যেভাবে লুট আর দুর্নীতি চলছে সেখানে এই সরকার তার আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে। অথচ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি রোম উত্তর ইতালির বজলুর রহমান বজলু, মুসা খান, মারুফ হোসেন, রুবেল আহমেদ, একলাস, মীর্জা সাজ্জাদ, মামুন হুদা, শরীফুল ইসলাম।
বিডি প্রতিদিন/কালাম