লিসবন বাংলাদেশ দূতবাসের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী ও সদ্য লিসবন দূতবাসে যোগ দেওয়া তৃতীয় সচিব কাজী আবদুল্লাহ আল রাজীর সাথে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পোর্তোর এশিয়ান কাবাব এন্ড রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সাথে দূতাবাসের অতীতের সম্পর্কের কথা তুলে ধরেন এবং এখানকার বসবাসরত প্রবাসীদের খোঁজ খবর নেন। সেই সাথে এখানে কীভাবে দূতাবাসের কনস্যুলার সেবাকে আরও শক্তিশালী এবং সহজ করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কজল ও সাধারণ সম্পাদক আবদুল আলিমের নেতৃত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন, মো. টিপু, হাসান ইমাম, বেলাল উদ্দিন, আবুল কাসেম অপু, সামিরুল ইসলাম, কপিল উদ্দিন ভূইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল